টেস্টের দ্বিতীয় দিনে টাইগারদের দাপট

টেস্টের দ্বিতীয় দিনে টাইগারদের দাপট

নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ চট্টগ্রাম টেস্টের প্রথম দিন সমানে সমানে লড়াই হলেও দ্বিতীয় দিনটি নিজেদের করে নিয়েছে বাংলার দামালেরা। মিরাজের প্রথম সেঞ্চুরির ওপর ভিত্তি করে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ৪৩০ রান। বোলিংয়েও দাপট দেখিয়েছে বাংলাদেশ। মুস্তাফিজের কাটারে কুপোঁকাত ২ ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান। দিন শেষে তারা করেছে ৭৫ রান।

টেস্টের প্রথম দিন ১৯৩ করতেই ৫ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা, এতে করে খানিকটা চাপেই পড়তে হয় টাইগারদের। তবে সাকিবের সাথে লিটনের জুটি খানিকটা স্বস্তি দিয়েছিল দলকে।

দ্বিতীয় দিনের শুরুতেই লিটন ড্রেসিং রুমে ফিরেন ৩৮ করে। পরে সাকিব-মেহেদি জুটিতে আসে ৬৭ রান। সাকিব সাজঘরে ফিরেন ৬৮ রান করে। অন্যদিকে শেষ উইকেট হিসেবে মেহেদি থামেন ১০৩ রানে। তুলে নেন তার প্রথম সেঞ্চুরি।

মিরাজের সেঞ্চুরি ও সাকিব-সাদমানের হাফ সেঞ্চুরি এবং বাকীদের ছোট ছোট সংগ্রহের ওপর ভিত্তি করে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। বোলিংয়ে দাপট দেখিয়েছে মুস্তাফিজের কাটার। পেয়েছেন দুটো উইকেট। দুটোই এলবিডব্লিউ।