গণপরিবহন চালু হলে চলবে ট্রেন

চলমান কঠোর লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে ৫ আগস্ট।

গণপরিবহন চালু হলে চলবে ট্রেন

নিউজডোর ডেস্ক ♦ চলমান কঠোর লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে ৫ আগস্ট। যদি এই কঠোর লকডাউন আর না বাড়ানো হয়, তবে গণপরিবহন চালুর সাথে ট্রেন চলাচলও শুরু হবে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বাংলাদেশ রেলওয়ের নিজস্ব ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে লকডাউন। যদি এই কঠোর লকডাউন আর না বাড়ানো হয় তবে, চলবে গণপরিবহন। সেই লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে সর্বাত্মক প্রস্তুত রয়েছে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালানোর বিষয়ে।