কয়লাভিত্তিক ১০টি বিদ্যুৎ প্রকল্প বাতিল

কয়লাভিত্তিক ১০টি বিদ্যুৎ প্রকল্প বাতিল

নিউজডোর ডেস্ক ♦ কয়লাভিত্তিক ১০টি বিদ্যুৎ প্রকল্প বাতিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন। বাতিল হওয়া বিদ্যুৎকেন্দ্র গুলোর মোট উৎপাদন ক্ষমতা ৮হাজার ৭১১ মেগাওয়াট।

বাতিলের তালিকায় থাকা এসব বিদ্যুৎকেন্দ্রগুলো হলো, পটুয়াখালী ১হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, উত্তরবঙ্গ ১হাজার ২০০ মেগাওয়াট সুপার থারমাল পাওয়ার প্লান্ট, মাওয়া ৫২২মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, ঢাকা ২৮২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, চট্টগ্রাম ২৮২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, খুলনা ৫৬৫ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, মহেষখালী ১হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, মহেষখালী (২) ১হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, বাংলাদেশ-সিঙ্গাপুর ৭০০ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও সিপিজিসিবিএল-সুমিতোমো ১ হাজার ২০০ মেগাওয়াট আল্ট্রসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প।

বিদ্যুৎকেন্দ্র বাতিল হওয়ায় কোনও প্রভাব পড়বে কি না গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এখন যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেগুলো থেকে যে বিদ্যুৎ পাবো তা দিয়েই ২০৩০ পর্যন্ত চাহিদা মিটবে। ফলে তেমন কোনো প্রভাব পড়বে না।