পুলিশি হয়রানি-অহেতুক মামলা দেওয়ার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

আটকা পড়ে গেছে শত শত যানবাহন

পুলিশি হয়রানি-অহেতুক মামলা দেওয়ার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ♦ রংপুর নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ট্রাক চালকদের পুলিশি হয়রানি ও অহেতুক মামলা দেওয়ার প্রতিবাদে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ট্রাক চালকরা। মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা দেড়টা থেকে ট্রাক চালকদের বিক্সোভের কারণে রাস্তার দু’ধারে শত শত যানবাহন আটকা পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ঘটনস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

ট্রাফিক ইনচার্জ (উত্তর) দেলোয়ার হোসেন বলেন, ট্রাফিক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিক নেতাদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে।