উলিপুরে পান্ডুল ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি ♦ কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় পান্ডুল ইউনিয়ন চত্ত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. গোলাম হোসেন মন্টু আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করেন।
উলিপুর উপজলা প্রশাসন, পান্ডুল ইউনিয়ন পরিষদ ও বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের বিল্ডিং বেটার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্ট অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে পান্ডুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পান্ডুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল আজিজ, মাওঃ আব্দুল গফুর, পান্ডুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উলিপুর থানার এস আই আজাহারুল ইসলাম, ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার আলমগীর হোসেন, প্রকল্পের প্রোগ্রাম অফিসার রেজওয়ান সাতিল, আহাদুজ্জামান, জুলিয়া খানম জ্যোতি, নুর ইসলাম, আমিনুর ইসলাম, মাইদুল ইসলাম, আলিফা বেগম, মনিরা বেগম, জীবন চন্দ্র, নাসিমা বেগম প্রমুখ