রংপুর সিটি নির্বাচন থেকে সরে দাঁড়াল বিএনপি
এক দাবি তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন
নভেল চৌধুরী ♦ রংপুর সিটি কর্পেোরেশন নির্বাচনে বিএনপি প্রচারণায় থাকলেও শেষ মুহুর্তে সরে দাঁড়িয়েছে। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেন বিএনপি মহানগর নেতা কাওছার জামান বাবলা।
তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না থাকায় আমার দল থেকে অনুমতি না পাওয়ায় আমি এবার নির্বাচনে অংশ নিচ্ছি না। এজন্য আমি রংপুর সিটিবাসীর কাছে গভীর দুঃখ প্রকাশ করছি। আমার দলের প্রতি আমি আনুগত্য প্রকাশ করি, এজন্য দলের সিদ্ধান্তের বাইরে যাব না। তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনে বিএনপি বিশ্বাস করে নির্বাচনে অংশ নিয়েছিল। কিন্তু তারপরেও আওয়ামী লীগ দিনের ভোট রাতে সম্পন্ন করেছে। এই স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন করে সকল দলের অংশগ্রহণে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করা হবে এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। আমাদের এখন এক দফা এক দাবি তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন।