রংপুরে জিএম কাদেরের সাথে লড়বেন তৃতীয় লিঙ্গের রানী

নভেল চৌধুরী ♦ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, রংপুর-৩ সদর আসনের হেভিওয়েট প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাথে লড়বেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। শনিবার (২ ডিসেম্বর) বিকেলে তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।

এর আগে ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে আনোয়ারা ইসলাম রানী তার মনোনয়ন পত্র জমা দেন।

রংপুরের ইতিহাসে প্রথমবারের মতো একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী নির্বাচনে অংশ নেয়ায় ভোটারদের মাঝে নানা আলোচনা চলছে।

এদিকে রংপুরে সঠিক নেতৃত্বের অভাব রয়েছে উল্লেখ করে আনোয়ারা ইসলাম রানী বলেন, সারাদেশে যেভাবে উন্নয়ন হয়েছে, সে হিসেবে রংপুরে সেরকম উন্নয়ন হয়নি। যার ফলে রংপুর অনেকখানি পিছিয়ে পড়েছে। এছাড়াও রংপুরে দিনদিন বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে।

নির্বাচনে জয়ে ব্যাপারে আশাবাদী কি না এমন প্রশ্নে জবাবে রানী বলেন, আমার হারলেও কোনও আফসোস নেই, জিতলেও কোনও আনন্দ নেই। আমার চিন্তা সবসময় মানুষের সেবা করে যাওয়া। সেটা আমি চালিয়ে যাব। তবে ক্ষমতায় থাকলে সে পথটি অনেক সহজ হবে।


উল্রেখ্য,রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, আওয়ামী লীগের প্রার্থী তুষার কান্তি মন্ডল, জাকের পার্টির লায়লা আঞ্জুমান আরা বেগম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মোঃ সহিদুল ইসলাম, ন্যাশনাল পিপল্স পার্টির শফিউল আলম, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোঃ আব্দুর রহমান রেজু, স্বতন্ত্র প্রার্থী মোছাঃ আনোয়ারা ইসলাম রানীর মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে।