নিহত শ্রমিকদের সারাজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দাবি
শ্রমিকের মৃত্যু নিছক দুর্ঘটনা নয় বরং কাঠামোগত হত্যার শামিল।
নিউজডোর ডেস্ক ♦ নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড এন্ড বেভারেজ লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের সারাজীবনের আয়ের সমান ক্ষতিপূরণ, আগুনে দগ্ধদের বিনাপয়সায় সুচিকিৎসা এবং যাদের কর্মক্ষমতা যাদের কর্মক্ষমতা থাকবে তাদের সারাজীবনের আয়ের অর্ধেক পরিমাণ অর্থ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
শুক্রবার (৯জুলাই) জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে শিশু শ্রমিকসহ ৫৩ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেন তারা।
নেতারা বলেন, বছরের পর বছর ধরে শিল্প কারখানায় অগ্নিকাণ্ডে শত শত শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর পরও মুনাফালোভী শিল্পকারখানার মালিকদের কারাখানায় অগি্নকাণ্ড এড়ানোর জন্য ব্যবস্থা না করা নিছক গাফিলতির পর্যায়ে পড়ে না। মুনাফালোভী মালিকরা তাদের কারখানাগুলোকে শ্রমিকের শ্রমশোষণ ও মৃত্যুফাঁদ বানিয়ে রেখেছেন। ফলে শিল্পকারখানাগুলোতে অগ্নিকাণ্ডে শ্রমিকের মৃত্যু নিছক দুর্ঘটনা নয় বরং কাঠামোগত হত্যার শামিল।