ইইউ ও আওয়ামী লীগের দাবি একই: কাদের
নিউজডোর ডেস্ক ♦ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ও আওয়ামী লীগের একই দাবি রয়েছে। ইইউ বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। আমাদের দাবিও একই।
শনিবার (১৫ জুলাই) রাজধানীর গুলশানের হোটেল শেরাটনে ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের মধ্যে অনেক কথা হয়েছে। তবে তারা খুবই ইতিবাচক। তারা সবাই কথা বলল। তারা বাংলাদেশের সংবিধানের সার্বভৌম আইনি ব্যবস্থার ভিত্তিতে এখানে নির্বাচন দেখতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে এটা আওয়ামী লীগের অঙ্গীকার। নির্বাচনী ব্যবস্থার সংস্কারে ইইউ বিশ্বাসী বলেও জানান।