সরকার বিরোধী নতুন বার্তা দেবে বিএনপি, সরগরম নয়াপল্টন

সরকার বিরোধী নতুন বার্তা দেবে বিএনপি, সরগরম নয়াপল্টন

নিউজডোর ডেস্ক ♦ সরকার বিরোধী নতুন বার্তা নিয়ে আজ ঢাকায় বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত হবে। বুধবার (১২ জুলাই) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে সমাবেশ থেকে আন্দোলনের ঘোষণা দেবে দলটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ দলের পক্ষে এক দফা এই যৌথ ঘোষণা উপস্থাপন করবেন।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চে জড়ো হয়েছে ছয়টি ট্রাক। নেতাকর্মীদের উপস্থিতিতে সেখানে গানের আয়োজন করা হয়েছে। পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

একযোগে আন্দোলনে অংশ নেওয়া জোট দলগুলোও আলাদা আলাদা মঞ্চ থেকে ঘোষণা দেবে। তারা একে 'একযোগে বৃহত্তর গণআন্দোলনের এক ধাপ যৌথ ঘোষণা' বলে অভিহিত করছে। সরকারবিরোধী এই দলটি রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের ৩১ দফা রূপরেখাও উপস্থাপন করবে। এছাড়া সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের নতুন পর্বের কর্মসূচি ঘোষণা করবেন তারা।

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, আজকের সমাবেশ থেকে একযোগে আন্দোলনরত সব দল নিজ নিজ অবস্থান থেকে এক দফা আন্দোলনের ঘোষণা দেবে।