স্বাস্থ্যবিধি মেনে তারাবি ও অন্যান্য নামাজ আদায় করতে হবে

স্বাস্থ্যবিধি মেনে তারাবি ও অন্যান্য নামাজ আদায় করতে হবে

নিউজডোর ডেস্ক ♦ করোনার সংক্রমণ আশংকাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের সকল মসজিদেগুলোতে জুম’আ ও ওয়াক্তের নামাজ এবং অন্যান্য ধর্মীয় উপসনালয়ে প্রার্থনার আগে ও পরে গণজমায়েতে জনসাধারণকে নিরুৎসাহিত করতে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (৭ এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব মো. সাখাওয়াৎ হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুম’আ ও অন্যান্য ওয়াক্তের নামাজ এবং প্রার্থনার আগে ও পরে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কোন প্রকার সভা সমাবেশ করা যাবেনা।

মসজিদে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে তারাবিসহ অন্যান্য নামাজ আদায় করতে হবে। এছাড়াও অন্যান্য ধর্মালম্বীদেরও স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে প্রার্থনা করতে হবে।

এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে জারিকৃত সকল নির্দেশনা মেনে চলতে হবে।

নির্দেশনা লঙ্ঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।