দাঁড়িয়ে পানি পান করা কি হারাম?
জাভেদ ইকবাল ♦ দাঁড়িয়ে পানি পান করা হারাম নাকি জায়েজ এবিষয় নিয়ে ইসলামে আলেমদের মতপার্থক্য রয়েছে। তবে বসে পানি পান করা উত্তম। যদি বসে পান করার সুযোগ না থাকে অথবা আপনি বসে পান করার অবস্থায় না থাকেন তবে আপনি দাড়িয়ে পান করতে পারবেন।
ইসলামিক শরিয়ত অনুযায়ী, মানুষ পানি পান করবে বসে এবং ডান হাতে। পান করবে তিন নিঃশ্বাসে ধীরে ধীরে।
স্বাভাবিকভাবে দাঁড়িয়ে পানি পান করা মাকরু তানজিহ। আবু হুরায়রা রা. বর্ণনা করেন, রাসূল সা. বলেছেন ‘কারও দাঁড়িয়ে পানি পান করা উচিৎ নয়। যদি কেউ ভুলে যায় তাকে অবশ্যই বমি করতে হবে।’ [সহি মুসলিম, হাদিস ৫০২২]
কিন্তু বিশেষ প্রয়োজনে দাঁড়িয়ে পানি করাতে কোন সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দাঁড়িয়ে পানি পান করতে যেমন নিষেধাজ্ঞা এসেছে, তেমনি তিনি নিজেই এবং সাহাবাগণ থেকে দাঁড়িয়ে পানি পানের বিবরণও এসেছে।
আমর বিন শুয়াইব তিনি তার পিতা, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে ও বসে পান করতে দেখেছি। [সুনানে তিরমিজী, হাদীস ১৮৮৩]