যে পাঁচটি বিশেষ মর্যাদা একমাত্র মহানবী (সা.) কে দেয়া হয়েছে
নিউজডোর ডেস্ক ♦ যে পাঁচটি বিশেষ মর্যাদা মহান আল্লাহ তা’য়ালা একমাত্র হযরত মোহাম্মদ (সা.)-কে দেয়া হয়েছে। এছাড়া আর কোনও নবীকে দেয়া হয়নি। এ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন : আমাকে এমন ৫ টি বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্য দান করা হয়েছে যা অন্য কোন নবীকে দেয়া হয়নি।
- ১. প্রত্যেক নবীকে শুধু তার কওমের জন্য পাঠানো হতো। কিন্তু আমাকে সাদা ও কালো সবার জন্য নবী করে পাঠানো হয়েছে।
- ২. আমার জন্য গনীমাত বা যুদ্ধলব্ধ অর্থ-সম্পদ হালাল করে দেয়া হয়েছে। কিন্তু আমার পূর্বে আর কারো (কোন নবীর) জন্য তা হালাল ছিল না।
- ৩. আমার জন্য ভূপৃষ্ঠের সমস্ত স্থান সিজদাহ'র উপযুক্ত করে দেওয়া হয়েছে। সুতরাং সালাতের সময় হলে; যেকোন লোক যেকোন স্থানে সালাত আদায় করে নিতে পারে।
- ৪. আমাকে একমাসের পথের দূরত্ব পর্যন্ত অত্যন্ত শান শাওকাত সহকারে (শত্রুর অন্তরে ভীতি দ্বারা) সাহায্য করা হয়েছে।
- ৫. আর আমাকে শাফা’আতের সুযোগ দান করা হয়েছে।
[সহীহ মুসলিম : ৫২১]