আলাপচারিতায় হাস্যোজ্জ্বল হওয়া কেন জরুরী: আজহারী

আলাপচারিতায় হাস্যোজ্জ্বল হওয়া কেন জরুরী: আজহারী

আপনি আলাপচারিতায় হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত হওয়ার দিকে কেন মনযোগ দিবেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন মিজানুর রহমান আজহারী।

তিনি লিখেন, কারো সাথে কথা বলা কিংবা আলাপচারিতার মূহুর্তগুলোতে ব্যক্তিত্বের স্পষ্ট প্রতিফলন ঘটে থাকে। তাই একে অপরের সাথে কীভাবে কথা বলছি; এটা বেশ গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা এমন কারোর সঙ্গ পছন্দ করি না, যে চেহারা সর্বদা গোমড়ামুখো করে রাখে।
তাই কথা-বার্তায় কিংবা আলাপচারিতায় একটু হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত হওয়া খুবই জরুরী। আর মুচকি হাসি তো এক্ষেত্রে একটা বাড়তি ইম্প্রেশন অ্যাড করে৷ শুধু তাই নয়, এটা রাসূল (সা.)-এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহও বটে। রাসূল (সা.) ইরশাদ করেন— হাস্যোজ্জ্বল মুখ নিয়ে তোমার ভাইয়ের সামনে উপস্থিত হওয়া তোমার জন্য সাদকাস্বরূপ। [সুনান আত-তিরমিজী : ১৯৫৬]