নামাজের সহজ চারটি সুরা

নামাজের সহজ চারটি সুরা

নিউজডোর ডেস্ক ♦ জোহর, আছর, এশায় রয়েছে চার রাকাআতের সুন্নত নামাজ। এই চার রাকাআত সুন্নত আদায় করতে হলে আমাদের সুরা ফাতিহার সাথে আরও চারটি পৃথক সুরা মিলিয়ে পড়তে হয়। তাহলে আজই মুখস্থ করে নিন সহজ চারটি সুরা।

সুরা নাস

কুল আউযু বিরাব্বিন্নাস মালিকিন নাস। ইলাহিন্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন্নাস। মিনাল জান্নাতি ওয়ান্নাস।

সুরা ইখলাস

ক্বুল হুওয়াল্লাহু আহাদ। আল্লাহুছ ছামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়াক্বিল্লাহু কুফুওয়ান আহাদ।

সুরা কাওসার ইন্না আ তইনা কালকাওছার। ফাছাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শা-নিয়াকা হুওয়াল আবতার।

সূরা কাওসার

ইন্না তাইনা কালকাওছার ফাছাল্লি লি রাব্বিকা ওয়ানাহার ইন্না শা-নিয়াকা হুয়াল আবতার৷

সুরা আছর

ওয়াল আসর। ইন্নাল ইনছা-না লাফী খুছর। ইল্লাল্লাযীনা আ-মানূওয়া আমিলুসসা-লিহা-তি ওয়া তাওয়া-সাওবিল হাক্কি ওয়া তাওয়া-সাও বিসসাবরি।