কিভাবে ভাগ করবেন কোরবানির গোশত

কিভাবে ভাগ করবেন কোরবানির গোশত
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ কুরবানী হল একটি বাধ্যবাধকতা যা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা পালন করার জন্য আদেশ করেছেন। তাই কুরবানীর গোশত বিতরণের নিয়ম-কানুন মেনে চলতে হবে। নিচে কুরবানীর নিয়ম সুপারিশ সম্পর্কে সংক্ষিপ্ত নির্দেশনা দেওয়া হল।

যে কোনো সামর্থ্যবান মুসলমানের কুরবানী দেওয়া উচিত, বিশেষ করে যারা বয়ঃসন্ধিকালে পৌঁছেছে এবং নিসাব মূল্যের অধিকারী।

যিল-হজ্জের ১০, ১১ বা ১২ তারিখে কুরবানী দিতে হবে। কোরবানি শুধুমাত্র ঈদের নামাযের পরে করা যাবে (পূর্বে করা কোরবানি কোরবানি হিসাবে গণ্য হবে না)

কোরবানির গোশত তিনটি ভাগে ভাগ করতে হবে -

  • একটি আপনার জন্য;
  • একটি পরিবার বা বন্ধুদের জন্য;
  • এবং একটি দারিদ্র্য অভাবগ্রস্ত লোকদের জন্য।

সূত্র: মুসলিম অ্যাইড অরগানাইজেশন