এবার সবচেয়ে বেশি সময় ধরে রোজা রাখবে যেগুলো দেশ

এবার সবচেয়ে বেশি সময় ধরে রোজা রাখবে যেগুলো দেশ
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ চলছে পবিত্র রমজান মাস। রমজান মাসে রোজ পালন করছে বিশ্বের শত কোটি ধর্মপ্রাণ মুসলমান। তবে বিশ্বের সব দেশে রোজা রাখার সময়সীমা এক হয় না। যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, আরব আমিরাতসহ এশিয়ার দেশগুলোতে প্রতিদিন ১৩ থেকে ১৫ ঘন্টা রোজা রাখেন মুসলিমরা। তবে এর কম সময় বআবার বেশি সময় ধরেও রোজা রাখেন বিশ্বের অ।নেক দেশের মুসলিমরা।

সবচেয়ে  কম সময় ধরে রোজা রাখেন যেসব দেশের মুসলমানরাঃ চিলির পপুয়ের্তো মন্ট ও নিউজিল্যান্ডের ক্রআিইস্টচার্চে অবস্থানরত মুসলমানগণ দৈনিক ১২ ঘন্টা রোজা রাখবেন। আবার আর্জেন্টিনার বুয়েনেস এইরেস ও দক্ষিণ আফ্রিকার জোহাসেনবার্গের মুসলমানগণ এবছর সবচেয়ে কম সময় ধরে রোজা রাখবেন। তারা ১১ থেকে ২ ঘন্টা সময় রোজা রাখবেন।   

এবছর সবচেয়ে বেশি সময় ধরে রোজা রাখবে যেগুলো দেশ। এবার সবচেয়ে বেশি সময় ধরে রোজা রাখবেন গ্রিনল্যান্ডের নুউক ও আইসল্যান্ডের রেকজাভিক অঞ্চলের মুসলিমরা। তাদের প্রায় ১৮ ঘন্টা প্রতিনি রোজা রাখতে হবে। এছাড়াও  ফিনল্যান্ডের হেলসিঙ্কি, সুইডেনের স্টকহোম, স্কটল্যান্ডের গ্লাসগো, কানাডার অটোয় শহরের মুসলিমরা রোজা রাখবেন দৈনিক ১৭ ঘন্টা।
 

সূত্র: আল জাজিরা