রমজানে মুসলিমদের ঐতিহাসিক ৬ ঘটনা (পর্ব-১)

ছয় পর্বের আজ প্রথম পর্বে জেনে নেব বদর যুদ্ধের ঘটনা।

রমজানে মুসলিমদের ঐতিহাসিক ৬ ঘটনা (পর্ব-১)
ছবি : মুসলিম ইন্ক

নিউজডোর ডেস্ক ♦ চলছে পবিত্র রমজান মাস। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এ মাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি রমজান মাস শুধু ইবাদত করার মাস। আসলে তা নয় রমজান মাস উদ্বুদ্ধ হওয়ারও মাস। পবিত্র এই মাসে মুসলিম জাতি বহু ক্ষমতাশীল জাতিকে শক্তিতে কুপোকাত করে স্বদেশ রক্ষায় অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছে। রমজান মাসে মুসলিমদের ঐতিহাসিক ঘটনা গুলোর একটি হলোবদর যুদ্ধ। ছয় পর্বের আজ প্রথম পর্বে জেনে নেব বদর যুদ্ধের ঘটনা।

১ বদর যুদ্ধ: দ্বিতীয় হিজরির রমজান মাসে ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়। এই বদর যুদ্ধই ছিল মুসলমানদের অস্তিত্ব রক্ষার লড়াই। মহানবী (সা.) আবু সুফিয়ানের নেতৃত্বাধীন একটি বাণিজ্য কাফেলাএক আটক করতে চেয়েছিলেন। তিনি তা করতে চেয়েছিলেন মূলত হিজরতের পর মক্কার কুরাইশদের নানামূখী ষড়যন্ত্র, মদিনা থেকে মুসলমানদের বের করে দেয়ার মতো অন্যায় চাপ, মদিনা উপকণ্ঠে এসে লুটতরাজ ইত্যাদির কারণে। কিন্তু আবু সুফিয়ানের নেতৃত্বাধীন সেই কাফেলা রাস্তা পরিবর্তন করে নিরাপদের মক্কায় পৌঁছে যায়। মক্কার মুশরিকরা এটাকে সুযোগ হিসেবে ব্যবহার করে মদিনায় সামরিক অভিযান চালায়। সংস্রাধিক সেনা কুরাইশি বাহিনীর বিরুদ্ধে ৩১৩ সদস্যের মুসলিম বাহিনী বিজয় লাভ করে। যুদ্ধে কুরাইশিদের বহু শীর্ষ নেতা নিহত হয়। বদর যুদ্ধের বিজয় মদিনায় সার্বভৌম ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করে।

আলজাজিরা