কীটপতঙ্গেরও রিযিক স্বয়ং আল্লাহ নিয়েছেন, সেখানে আপনি কেন চিন্তিত

লক্ষ্য নির্ধারণ করে পরিশ্রম করে যান। আসমানি বাজেটে আপনার জন্য বরাদ্দ রিজিক আপনার দুয়ারেই এসে কড়া নাড়বে।

কীটপতঙ্গেরও রিযিক স্বয়ং আল্লাহ নিয়েছেন, সেখানে আপনি কেন চিন্তিত
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ বর্তমান সময়ে বাংলাদেশের সেরা ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী তার ফেসবুকে বলেছেন,সামান্য ক্ষুদ্রাতিক্ষুদ্র কীটপতঙ্গও যেখানে রিযিক বণ্টনকারী মহান আল্লাহর তত্ত্বাবধানের বাহিরে নয়, সেখানে সৃষ্টির সেরা "আশরাফুল মাখলুকাত" হয়ে আপনি কেন এতোটা চিন্তিত? যেটার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, সেটা নিয়ে আবার চিন্তা কিসের? লা তাহযান ইয়া আখি! হালাল পন্থায় লেগে থাকুন। লক্ষ্য নির্ধারণ করে পরিশ্রম করে যান। আসমানি বাজেটে আপনার জন্য বরাদ্দ রিজিক আপনার দুয়ারেই এসে কড়া নাড়বে।

রাসূল (ﷺ) ইরশাদ করেনকেউই তার জন্য নির্দ্ধারিত রিযিক পূর্ণরূপে না পাওয়া পর্যন্ত মরবে না, যদিও তার রিযিক প্রাপ্তিতে কিছুটা বিলম্ব হয়। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় জীবিকা অন্বেষণ করো। যা হালাল তাই গ্রহণ করো এবং যা হারাম তা বর্জন করো। [সুনান ইবনু মাজাহ : ২১৪৪]