এবার হজে জমজমের পানি বহন করবে রোবট

এবার হজে জমজমের পানি বহন করবে রোবট
জমজম পানি বহনকারী রোবট। ছবি: ডেইলি স্টার

নিউজডোর ডেস্ক ♦ করোনা ভাইরাসের তাণ্ডবে বদলে গিয়েছে পুরো বিশ্ব। এই করোনা সংক্রমণ ঠেকাতে প্রযুক্তির ব্যবহার বেড়েছে। করোনা মহামারির কারণে এবার পরিবর্তন এসেছে হজেও। হজ পালনকারীদের নিকট এবার জমজমের পানি পৌঁছাবে রোবট। মক্কায় হজের প্রস্তুতির সাথে প্রস্তুতি নিচ্ছে রোবটও।

সৌদি আরব জানিয়েছে, তাদের যে ৬০ হাজার বাসিন্দা করোনার টিকা গ্রহণ করেছেন, তারা জুলাইয়ে হজ করতে পারবেন। গত বছরের এ বছর হজ পালনকারীদের সংখ্যা বাড়লেও, সাধারণ সময়ের সঙ্গে তহুলনা করলে হজ পালনকারীর সংখ্যা এবছরও অনেক কম। জানা গেছে, ২০১৯ সালে গোটা বিশ্বে প্রায় ২৫ লাখ ইসলাম ধর্মের অনুসারী হজে অংশ নিয়েছিলেন।

হজ চলাকালীন করোনার সংক্রমণ এড়াতে  ছোট সাদা-কালো রোবট নিয়ে আসার কথা জানয়েছেন কর্মকর্তারা। ৩টি করে তাক চোখে পড়বে রোবটগুলোতে। ওই তাকগুলোতে জমজম পানির বোতল থাকবে। রোববার এভাবে জমজম পানি নিয়ে রোবটগুলো ঘুরেও বেড়িয়েছে।

এ নিয়ে বাদের আল-লোকমানি জানান, ‘রোবটগুলোর মূল লক্ষ্য হলো কোনো ধরণের মানব স্পর্শ ছাড়াই ব্যক্তিগত সেবা  দেওয়া। লোকমানি জমজম কূপের পানি ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। তিনি জানান, বর্তমানে প্রায় ২০টি রোবট দর্শনার্থী ও হজ পালনকারীদের সেবা দিচ্ছে। প্রয়োজনে আরও রোবট আনা হবে বলে জানান তিনি।