বাংলা প্রথম পত্রের দিনে দ্বিতীয় পত্রের প্রশ্ন!

বাংলা প্রথম পত্রের দিনে দ্বিতীয় পত্রের প্রশ্ন!

নিউজডোর ডেস্ক ♦ আজ থেকে শুরু হয়ে এসএসসি সমমান পরীক্ষা। প্রথম দিনেই বাংলা প্রথম পত্র প্রশ্ন বদলে পরীক্ষার্থীদের হাতে দেয়া হয়েছে বাংলা ২য় পত্রের প্রশ্নপত্র। এঘটনা ঘটেছে নড়াইলের কয়েকটি কেন্দ্রে। বাংলা দ্বিতীয় পত্রের শুধু এমসিকিউ অংশ সরবরাহ করা হয়। এতে বিভ্রান্তিতে পড়ে শিক্ষার্থীরা।

নড়াইলের কালিয়া প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।   

কালিয়া প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১০০ পরীক্ষার্থীদের মাঝে বাংলা ২য় পত্রের প্রশ্ন সরবরাহ করা হয়। পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকের নজরে দ্রুত তা সরিয়ে নেয়া হয়।

বিদ্যালয়ের কেন্দ্র সচিব সুভাষ চন্দ্র কুন্ডু বলেন, আমাদের এখানে সরবরাহকৃত একটি প্যাকেটে বাংলা ১ম পত্রের পরিবর্তে ২য় পত্রের এমসিকিউ প্রশ্ন ছিল। তবে পরীক্ষার্থীদের হাতে দেয়ার আগেই আমাদের নজরে আসে।