আগন্তুক মেহমানের সাথে রাসূল সা. যেমন আচরণ করতেন: আজহারী

আগন্তুক মেহমানের সাথে রাসূল সা. যেমন আচরণ করতেন: আজহারী

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) আগন্তুক মেহমান বা সাক্ষাৎ প্রার্থীর সাথে কেমন আচরণ করতে কিভাবে স্বাগত জানাতেন তা ভেরিফাইড ফেসবুক পেইজে তুলে ধরেছেন মিজানুর রহমান আজহারী। 

 তিনি লিখেছেন, আগন্তুক মেহমান বা সাক্ষাৎপ্রার্থীকে স্বাগত জানানো— একটি নববি অভিবাদনরীতি। কাউকে সাদরে গ্রহণের অনুভূতি প্রকাশ করলে, সে আনন্দিত হয় এবং সম্মানবোধ করে। তাই রাসূল (ﷺ) পরিবারের সদস্যদের পাশাপাশি চেনা-অচেনা আগন্তুক এমনকি ইসলামের শত্রুদেরকেও “মারহাবান” বা (Welcome)— এ জাতীয় উষ্ণ অভ্যর্থনামূলক কিছু মিষ্টি শব্দ ব্যবহার করে স্বাগত জানিয়েছেন। বাসা-বাড়ি কিংবা নিজ কর্মক্ষেত্রে আগন্তুকের আগমনে এরকম ছোট্ট একটি ওয়েলকামিং মেসেজ হতে পারে পারস্পারিক সৌহার্দ্য বৃদ্ধির অন্যতম নিয়ামক। যেটা ক্ষেত্র বিশেষে বাহারি আপ্যায়নের চেয়েও আগন্তুকের মনে আলাদা একটা ইতিবাচক রেখাপাত করতে সক্ষম। তাই আসুন আগন্তুক-কে স্বাগত জানাই। আগন্তুক-কে স্বাগত জানানো সুন্নাহ।