নগরবাসী আমাকে শিক্ষক হিসেবে ভোট দেবেন: শফিয়ার (ভিডিওসহ)

রংপুর সিটি নির্বাচনে জাসদ থেকে মেয়র পদে লড়ছেন শিক্ষক শফিয়ার রহমান

নভেল চৌধুরী ♦ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের জাসদ (ইনু) মনোনীত মেয়র প্রার্থী শফিয়ার রহমান বলেছেন, নির্বাচন কমিশন যথোপযোগী উদ্যোগ গ্রহণ করেছে, আইন করেছে। তবে আইন তারা (প্রার্থীরা) মানছেন না। নির্বাচনী প্রচারণায় কালো টাকার ছড়াছড়ি। শনিবার (২৪ ডিসেম্বর) নগরীর বৈরাগীপাড়ায় গণসংযোগকালে এসব কথা বলেন মশাল প্রতীক নিয়ে লড়া জাসদের শফিয়ার রহমান। তিনি বলেন, গণসংযোগ করে বোঝা যাচ্ছে আমি যাদের ভোট পাব, তাদের বেশির ভাগই তরুণ। শহর পেরিয়ে গ্রামের মানুষজনও আমাকে একজন ভালো মানুষ ভেবে সাড়া দিচ্ছে। নগরবাসী আমাকে একজন সৎ, ভালো মানুষ হিসেবে মাথায় নিয়েছে, সে হিসেবে আমি বলতে পারি দল, মত নির্বিশেষে আমাকে একজন শিক্ষক হিসেবে ভোট দেবেন। গণসংযোগকালে প্রার্থী শফিয়ারের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।