রংপুরে প্রধানমন্ত্রীর পক্ষে দেয়া শীতবস্ত্রের উষ্ণতা পেল ৫ শতাধিক অস্বচ্ছল

 

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে প্রধানমন্ত্রীর পক্ষে পাঁচ শতাধিক দুস্থদের মাছে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর হাজিরহাট এলাকার অভিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর পক্ষে শীতবস্ত্র বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসন পদপ্রার্থী ডাঃ শর্মিলা সরকার রুমা।

এসময় উপস্থিত ছিলেন, হাজিরহাট থানা আওয়ামী লীগের সদস্য শ্রী মিলন চন্দ্র রায়, থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রনি, ইউসুফ আলী ও মিলান্নবী জীবনসহ অন্যরা।

শীতবস্ত্র পেয়ে এলাকার হরিপদ রায়, রাজকুমার রায়সহ অন্যরা বলেন, এবার শীত বেশি পড়লেও হামার এইপাকে কম্বল আঁয়ো দেয় নাই। মোটা কম্বল পাইনো। এ্যালা বেশি ঠান্ডা না নাগবে।

ডাঃ শর্মিলা সরকার রুমা জানান, মাননীয় প্রধানমন্ত্রী চান দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটুক। কর্মী হিসেবে আমি তাঁর এই স্বপ্ন পূরণের অংশ হতে চাই। এরই প্রেক্ষিতে আজ প্রধানমন্ত্রীর পক্ষে অভিরাম প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৫’শতাধিক শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেছি। এর আগেও বিভিন্ন এলাকায় প্রায় ২৬’শ শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে শীতবস্ত্র বিতরণ করেছি।