রংপুরে শুরু হলো মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা, যা যা থাকছে মেলায়

নিউজডোর ডেস্ক ♦ শনিবার বিকেলে রংপুর পুলিশ লাইন্স মাঠে ফিতা কেটে মাসব্যাপী রংপুর শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমু চৌধুরী এমপি। রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজিত এ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। 

রংপুর পুলিশ লাইন্স মাঠের ড্রিল শেডে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আকবর আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা মেলায় উদ্যোক্তাদের পণ্যের প্রচার, কর্মসংস্থান সৃষ্টিসহ রংপুরকে সব সূচকে এগিয়ে নিতে নানা উদ্যোগের কথা জানান।  

আলোচনা সভায় রংপুর বিভাগের শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী রংপুর বিভাগে শিল্পায়নের বিকাশে চেম্বার নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর তাগিদ দেন। 

রংপুর শিল্প ও বাণিজ্য মেলায় ৭টি প্যাভিলিয়নসহ নারী উদ্যোক্তাদের তৈরী পণ্য, প্রসাধনী, জুতা, খেলনা, ক্রোকারিজ, হস্তশিল্প, তৈরী পোষাক, সুস্বাদু খাবারের ১১০টি স্টল রয়েছে। সেই সাথে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড স্থাপন করেছে আয়োজক কর্তৃপক্ষ। শিল্প ও বাণিজ্য মেলা চলবে প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত। নিউজডোর, ডেস্ক রিপোর্ট।