রংপুরে প্রধান শিক্ষক মল্লিকার ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

সাধুবাদ জানালেন শিক্ষা অফিসের কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার ♦ রংপুর নগরীর আমাশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিজ উদ্যোগে তীব্র শীতে ৫’শ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে সোয়েটার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইয়াসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রউফ। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিকা রায়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, রংপুরে তীব্র শৈত্য প্রবাহের কারণে শীত নিবারণের ভাল কাপড় না থাকায় প্রাথমিকের শিক্ষার্থীরা নানা রোগে আক্রান্ত হয়েছে। ফলে আমরা কয়েকদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। এখনও শীতকাল চলছে, এর মাঝে প্রধান শিক্ষক মল্লিকা রায় তার শিক্ষাপ্রতিষ্ঠানের ৫’শ শিক্ষার্থীর জন্য নিজ উদ্যোগে সোয়েটার বিতরণ করলেন। এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।