১০০ আসন ও ১০ মন্ত্রী পদ দিলে নির্বাচনে জাতীয় পার্টি

নিউজডোর ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, নির্বাচনে যেতেই হয়, তবে আমাদের ১’শটি আসন দিতে হবে, ১০টি মন্ত্রীর পদ দিতে হবে। এবার জাতীয় পার্টির কোন ভূল সিদ্ধান্ত নিলে মাঠ পর্যায়ে আমাদের অস্তিত্ব থাকবে না। তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির জরুরী সভায় ঢাকার একজন নেতা ব্যতিত সব জেলার নেতারা নির্বাচনে অংশ না নেওয়ার পক্ষে মতামত দিয়েছেন। আমাদের কিছু এমপি রয়েছে তারা মহাজোটে নির্বাচন করতে চায়, কারণ স্থানীয় পর্যায়ে তাদের কোন ভোট নেই। তারা লবিং করে ঘরে বসে এমপি হয়ে হালুয়া-রুটির ভাগি নিতে চায়। ফাও ফাও সুযোগ নিয়ে আয়েশি জীবন-যাপন করতে চায়। তিনি আরও বলেন, আন্দোলন সংগ্রাম করলে জেল খাটতে হবে, রক্ত ঝরাতে হবে। এটি রাজনীতির অংশ। আমরা বিএনপি’র মত গলিতে আন্দোলন করবো না। আমরা পুরো রংপুরকে অচল করে দেব। আমি বঙ্গবন্ধুর মত বলে যাচ্ছি, যদি হুকুম দিতে নাও পারি কেন্দ্রীয় কমিটির ঘোষণার সাথে সাথে নেতাকর্মী, জেলা, উপজেলা, মহানগরের ওয়ার্ডের রাজপথে নেমে পড়বেন। আন্দোলনে অফিস আদালত সবকিছু বন্ধ থাকবে। আর যদি