রংপুরে চাকা পাংচার হয়ে যাত্রীবাহী বাস উল্টে হেল্পারের মৃত্যু
স্টাফ রিপোর্টার ♦ রংপুর চাকা পাংচার হয়ে যাত্রীবাহি বাস উল্টে হেল্পারের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মিঠাপুকুর উপজেলার শাহ আমানত পেট্রোল পাম্প এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বড়দরগা হাইওয়ে থানার ওসি সোলায়মান শেখ। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এমকে স্পেশাল পরিবহন ফুলবাড়ি থেকে রংপুর আসার পথে শাহ আমানত পেট্রোল পাম্পের কাছে আসতে সামনের চাকা পাংচার হয়ে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে তাৎক্ষনিক হেল্পারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নিহত হেল্পারের লাশ উদ্ধারসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বড়দরগা হাইওয়ে থানার ওসি সোলায়মান শেখ বলেন, নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।