রংপুর বিভাগের ১১টি সরকারী শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার ♦ রংপুর বিভাগীয় সরকারী শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রংপুর সরকারী শিশু পরিবার বালক মাঠে বিভাগের ৮ জেলার ১১টি শিশু পরিবারে বসবাস করা এতিম ও অসহায় শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক বিকাশের লক্ষ্যে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, সমাজকল্যান মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভ‚ঞা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, সমাজসেবা অধিদপ্তর রংপুরের পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, উপ-পরিচালক আব্দুল মতিনসহ অন্যরা। ক্রীড়া প্রতিযোগিতায় ৬’শ জন খেলোয়ার ৫৯ টি ইভেন্টে অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।