রংপুর সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ারে আবারও মোস্তফা

পর পর দু’বার রসিক মেয়র নির্বাচিত হলেন লাঙ্গলের মোস্তফা

রংপুর সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ারে আবারও মোস্তফা

স্টাফ রির্পোার ♦ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মোট ২২৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।   লক্ষ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। ফল প্রকাশের পর পরই মোস্তাফিজার রহমান মোস্তফাকে ফুলের মালা পরিয়ে অভ্যর্থনা জানান তার দলের নেতা-কর্মীরা।

নগরীর ২২৯টি ভোটকেন্দ্রে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল) পেয়েছেন, লক্ষ ৪৬ হাজার ৭৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা) ৪৯ হাজার ৮৯২ ভোট, আওয়ামী লীগের বহিস্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিঃ লতিফুর রহমান মিলন (হাতি) ৩৩ হাজার ৮৮৩ ভোট, আওয়ামী লীগের অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা) পেয়েছেন ২২ হাজার ২৩৯ ভোট।

এছাড়া বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান (ডাব) ১০ হাজার ৫৪৯ ভোট, জাকের পার্টির খোরশেদ আলাম (গোলাপ ফুল) হাজার ৮০৯ ভোট, জাসদের শফিয়ার রহমান (মশাল) হাজার ১৩৮ ভোট, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল (দেওয়াল ঘড়ি) হাজার ৮৬৪ ভোট স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি (হরিণ) হাজার ৬৭৯ ভোট পেয়েছেন। নির্বাচনে ভোট প্রদানের হার শতকরা ৬৫ দশমিক ৮৮ শতাংশ।