রংপুরে এক দফা দাবীতে বিএনপি’র কালো পতাকা গণমিছিল
স্টাফ রিপোর্টার ♦ রংপুরে এক দফা দাবীতে কালো পতাকা গণমিছিল করেছে মহানগর বিএনপি। শনিবার (২৬ আগস্ট) বিকেলে গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি’র আহŸায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী। বক্তব্য রাখেন, বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুসহ অন্যরা।
বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী বলেন, অবৈধ, লুটপাট, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর ও নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবীতে আমরা সারাদেশে শান্তিপূর্ণ কর্মসূচী পালন করে আসছি। এরপরেও আওয়ামী লীগ সরকার অনঢ় থেকে পাতানো নির্বাচনের দিকে এগিয়ে গেলে তা সহিংসতার রুপ নিতে পারে। যা কারোই কাম্য নয়। আমরা চাই সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা সংসদ থেকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবে। নইলে জনগণকে সাথে নিয়ে বিএনপি আরও বৃহৎ আন্দোলন কর্মসূচী বাস্তবায়ন করবে।