মির্জা ফখররুলসহ গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবি রংপুর বিএনপির

স্টাফ রিপোর্টার ♦ বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ নেতাকর্মীদের মূল সড়কে নামতে বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সম্মূখে মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন, মহানগর বিএনপি'র সদস্য অ্যাড. একরামুল হক, নাজমুল আলম নাজু, সামসুজ্জোহা সাজু, অ্যাড. রেজেকা সুলতানা ফেন্সী, আব্দুল খালেক, শাহ নেওয়াজ লাবু, মহানগর যুবদলের সহ সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জহির আলম নয়ন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, মহানগর জাসাসের আহবায়ক হারুন অর রশিদ হারুনসহ অন্যরা। 
সমাবেশে বক্তারা বলেন, সরকার পুলিশ বাহিনীর মাধ্যমে বিএনপি’র একটি শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠানকে বানচাল করতে চেয়েছিল। তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের বিনা কারণে গ্রেফতার করেছে। বিএনপি জনগণকে সাথে এনিয়ে অবিলম্বে এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করবে।