দেশের সব শহরে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

শিক্ষার্থীদের ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদর্শন করতে হবে

দেশের সব শহরে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

নিউজডোর ডেস্ক ♦ শিক্ষার্থীদের অক্লান্ত আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবার চট্টগ্রামসহ সব শহরে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। এ সিদ্ধান্ত আগামী ১১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

রোববার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

তিনি বলেন, সরকারি ছুটির দিন ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির দিন ব্যতিত এ নিয়ম চলবে। সকাল ৭টা থেকে রা ৮টা পর্যন্ত এ সুবিধা পাবেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

তিনি আরও বলেন, যেসব শহরে সিটি সার্ভিস চালু আছে, সেখানে এটি কার্যকর হবে। উপজেলা কিংবা দুরপাল্লার রুটে এ নিয়ম চলবে না।

উল্লেখ্য, সরকার বাসের ভাড়া বাড়ানোর পর থেকেই শিক্ষার্থীরা আগের মতো হাফ ভাড়া সুবিধা কার্যকর করাতে আন্দোলন করে আসছে। প্রতিদিনই তারা সড়ক অবরোধ করছে। গত ২৪ নভেম্বর সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু এবং ২৯ নভেম্বর রাতে রামপুরায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর পর থেকে শিক্ষার্থীদের ক্ষোভ আরও বেড়ে যায়।