কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন
৭ জন প্রতিবন্ধীকে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি ♦ “কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও উন্নয়ন” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে পালিত হয়েছে ৩০ তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষে শক্রবার সকালে র্যালি শেষে জেলা প্রশাসন হলরুমে আলোচনাসভা এবং সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জিলুফা সুলতানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেজাউল করিম।
এসময় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোকোনুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং আন্তর্জাতিক ও স্থানীয় উন্নয়ন সংগঠন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ৭জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, সাদাছড়ি ও টয়লেট চেয়ার বিতরণ করা হয়।