৫ আগস্টের পর থাকবে না লকডাউন: সরাষ্ট্রমন্ত্রী
কেবল লকডাউন দিয়েই করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব না
নিউজডোর ডেস্ক ♦ দেশের সরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দজানিয়েছেন, আগামী ৫ আগস্টের পর থেকে দেশে কোনো লকডাউন থাকবে না। বুধবার (২৮ জুলাই) সরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে গণমাধ্যম (যুগান্তর) কে তথ্য নিশ্চিত করেন।
সরাষ্ট্রমন্ত্রী বলেন, লকডাউন আর বাড়ানো হবে না। আগামী ৫ আগস্টের পর থেকে দেশে কোনো লকডাউন থাকবে না।
তিনি বলেন, সারাদেশে সর্বস্তরের মানুষের মধ্যে টিকা কার্যক্রম পরিচালনার জন্য ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হবে।
আমি নিজেই লকডাউনের পক্ষে না উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, কেবল লকডাউন দিয়েই করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব না। এটা সংক্রমণ রোধের একটা উপাদান মাত্র।