ফোন অতিরিক্ত গড়ম হলে কি করবেন

ফোন বেশি গড়ম হলে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে

ফোন অতিরিক্ত গড়ম হলে কি করবেন

নিউজডোর ডেস্ক ♦ স্মার্টফোনের বহুমাত্রিক ব্যবহারের কারণে ফোন অতিরিক্ত গড়ম হয়ে যায়। ইন্টারনেট ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া স্ক্রলিংসহ অনলাইন ক্লাসের কারণে স্মার্টফোন ব্যবহারের কারণে অতিরিক্ত গড়ম হয়ে যায়। যার ফলে আপনার ডিভাইসটি যখন-তখন ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে।

তাই জেনে নিন এ সমস্যা থেকে সুরক্ষার কিছু উপায়-

  • স্মার্টফোনের ব্রাইটনেস বেশি থাকা স্মার্টফোন গড়ম হয়ে যাওয়ার অন্যতম কারণ। আমরা রোদের কারণে ফোনের ব্রাইটনেস বাড়িয়ে ব্যবহার করি। এতে করে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই এটি এড়িয়ে চলাই ভালো।
  • স্মার্টফোনের বড় শত্রু হলো রোদ। তাই রোদ এড়িয়ে স্মার্টফোন ব্যবহার করতে হবে।
  • যদি আপনার ডিভাইসটি অতিরিক্ত গড়ম হয়ে যায় তাহলে দ্রুত আপনার ডিভাইসটিকে এয়ারপ্লেন মুড করতে হবে।
  • এছাড়াও অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইন্সটল করে দিন। এতে করে আপনার ডিভাইসের র‌্যামের ওপর চাপ কমবে।
  • এছাড়াও আপনার ডিভাইসটি গড়ম হয়ে গেলে ফোনের ব্যাকপ্যাড খুলে ফেলুন।