গঙ্গাচড়ায় আদালতের আদেশ অমান্য করে গাছ কাটার অভিযোগ

গঙ্গাচড়ায় আদালতের আদেশ অমান্য করে গাছ কাটার অভিযোগ
আদালতের আদেশ অমান্য করে কাটা গাছ।

গঙ্গাচড়া প্রতিনিধি ♦ রংপুরের গঙ্গাচড়ায় আদালতের আদেশ অমান্য করে গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর চোত্তা পাড়া গ্রামে এঘটনায় ভুক্তভোগী পরিবার গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছে

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের মাছুম আলীর ছেলে মোঃ নুরুজ্জামানের সাথে তার বৈপ্রিত্র ভাই মমতাজ আলীর সাথে জমির মলিকানা নিয়ে ২০০৬ সালে রংপুর আদালতে মামলা হয় ওই মামলায় ২০০৭ সালের ১৫ মার্চ আদালত ওই সম্পতিতে থাকা নিম গাছের বাগান অন্যান্য গাছপালা যাতে মমতাজ আলী কাটতে না পারে এজন্য আদেশ প্রদান করে ওই আদেশ বহাল থাকা অবস্থায় মমতাজ আলী মারা যায় তার মৃত্যুর পর গত ৯ই জানুয়ারী মৃত মমতাজ আলীর ছেলে আতাউর রহমান (৪০), জিয়াউর রহমানসহ (৩৮) মতিয়ার রহমানের ছেলে শাহিনুর রহমান বিপ্লব(৩৮)একই গ্রামের মৃত জব্বার আলীর ছেলে মতিয়ার রহমান(৬৫) অদালতের আদেশ অমান্য করে ১টি নিম গাছ  ১টি মেহগুনী গাছ কেটে ফেলে যার আনুমানিক মুল্য ৬০ হাজার টাকা

এছাড়া পরবর্তীতে তারা ওই জমিতে থাকা আরও টি নিম গাছ বিক্রি করে গত ১১ জানুয়ারী সকালে ক্রেতারা গাছ কাটতে থাকলে নুরুজ্জামান বাধা প্রদান করায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ ভয়-ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দেয়া হয় বলে অভিযোগ করেন নুরুজ্জামানসহ তার প্রতিবেশীরা