চলতি সপ্তাহে রংপুরে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

চলতি সপ্তাহে রংপুরে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

স্টাফ রিপোর্টার ♦ উত্তর-পশ্চিমাঞ্চলের বায়ুর প্রভাবে আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) বা বুধবার (১৪ জানুয়ারি) থেকে দেশের উত্তরাঞ্চল দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে এই সময়েই শৈত্যপ্রবাহ আসার আশঙ্কা আছে বিশেষ করে  সাতক্ষীরা, যশোর রংপুর রাজশাহী বিভাগ- এসব অঞ্চলে হতে পারে উত্তরাঞ্চল দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই সময়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এখন পর্যন্ত এই স্পেলে তীব্র শৈত্যপ্রবাহ দেখা যায়নি তবে হতেও পারে বেশি আশঙ্কা মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হওয়ার

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান  বিষয়টি নিশ্চিত করে বলেন, শেষের দিকে রাতের তাপমাত্রা কমতে পারে। আমরা এখন বলেছি রাতের তাপমাত্রা কমতে পারে। আরেকটা সময় হয়তো বলবো যে, আগামীকাল বা পরশু থেকে শৈত্যপ্রবাহ আসবে । শৈত্যপ্রবাহ হওয়া মানেই উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বায়ু আসতে হবে । উত্তর-পশ্চিমাঞ্চল অর্থ হল- ভারতের পাঞ্জাব-হরিয়ানা হয়ে উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে উত্তর-পশ্চিমা বাতাসটা আসতে হবে। এদিকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশী এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আগামী মঙ্গলবার (১২ জানুয়ারি) থেকে আবারও কমতে পারে তাপমাত্রা আগামী দিনের শেষের দিকে রাতের তাপমাত্রা আরও কমতে পারে এদিকে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে