কোনভাবেই শ্রমিকদের ঈদের ছুটি কম দেয়া যাবে না: প্রতিমন্ত্রী

কোনভাবেই শ্রমিকদের ঈদের ছুটি কম দেয়া যাবে না: প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ চাকরি কিংবা কর্মের সুবাদে নিজ বাড়ি, পরিবারের লোকজন ছেড়ে থাকতে হয় রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন প্রান্তে। আসছে পবিত্র ঈদুল ফিতর। ছুটি পেয়ে নিজ বাড়িতে ফেরার সময়। শ্রমিকদের ছুটি সরকারি ছুটির চেয়ে কম দেয়া যাবে না বলে জানিয়েছেন শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।

বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী কথা বলেন।

তিনি বলেন, ঈদের আগেই শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। নিয়োগকর্তা শ্রমিকের মধ্যে আলোচনার ভিত্তিতে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে ভ্রমণের সুবিধা অনুযায়ী ঈদের ছুটি দিতে হবে। কোনোভাবেই ঈদের ছুটি সরকারি ছুটির চেয়ে কম হবে না।

ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাত ত্রিপক্ষীয় পরামর্শক পরিষদের (টিসিসি) বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। মালিকদের এটি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।