জলঢাকার জোড়া শিশু লামিসা-লাবিবার পৃথকীকরণ কাল
৭টি বিভাগের সমন্বয়ে ৩০-৩৫জন এক্সপার্ট নিয়ে এ অপারেশন করা হবে

নিউজডোর ডেস্ক ♦ সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল (সোমবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জোড়া লাগা বাচ্চা পৃথকীকরণ করা হবে।
শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতাল।
ঢামেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আশরাফুল হক (কাজল) এর নেতৃত্বে ৭টি বিভাগের সমন্বয়ে ৩০-৩৫জন এক্সপার্ট নিয়ে এ অপারেশন করা হবে বলে জানানো হয়েছে।
অধ্যাপক ডা. মো. আশরাফুল হক (কাজল) বলেন, আমরা খুবই আশাবাদী। এই জোড়া শিশুর অস্ত্রোপচারে আমরা সফল হব। জোড়া শিশুর যখন ৯দিন বয়স তখনতারা রংপুর মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে আসে।