গঙ্গাচড়ায় গৃহহীন ১০০ পরিবারের মাঝে জমিসহ ঘরের চাবি হস্তান্তর

গঙ্গাচড়ায় গৃহহীন ১০০ পরিবারের মাঝে জমিসহ ঘরের চাবি হস্তান্তর

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ♦ আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ২য় ধাপে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার জমিসহ ১শটি বাড়ি উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। (২০ জুন) রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমিসহ ঘরের চাবি হস্তান্তর উদ্বোধনের ঘোষনা দেওয়ার পর উপজেলার ১০০ জন উপকারভোগীর হাতে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা প্রশাসন। এ সময় রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ ডবি্লউ এম রায়হান শাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম, সহকারি কমিশনার (ভূমি) শরীফুল আলম, ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামসহ ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।