রংপুরে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে গরম কাপড়ের দাম

রংপুরে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে গরম কাপড়ের দাম

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে শীত যেমন বাড়ছে, তারই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতের কাপড়ের দাম। এতে করে ব্যবসায়ীদের লাভ হলেও ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষেরা।

ব্যবসায়ী সমিতি, দোকানদার ক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে

 

রংপুরে শীতের কাপড় বিক্রির জন্য মার্কেট রয়েছে মোট সাতটি। যা মধ্যে শাহ মো: সালেক মার্কেট, হনুমানতলা মার্কেট, স্টেশন মার্কেন্ট অন্যতম এসব মার্কেটে ছোট-বড় প্রায় ৫০০ দোকান রয়েছে গড়ে প্রতিটি দোকানে বিক্রি হচ্ছে সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকা

 রংপুরের সবচেয়ে বড় গরম কাপড়ের মার্কেট হিসেবে পরিচিত সালেক মার্কেটের ব্যবসায়ী মিজান মিয়া সাজু মিয়া জানান, শীত ছাড়া বেচাকেনা তেমন একটা হয় না যত বেশি শীত পড়বে, ততই বেচাকেনা ভাল হবে

 

তারা জানান, গত বছরের তুলনায় এবার প্রতিটি শীতবস্ত্রের দাম ১৫০ থেকে ২০০ টাকা বেশি গত বছর যে সোয়েটার বিক্রি হয়েছে ৩০০ থেকে ৪০০ টাকায়, একই সোয়েটার এবার বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায় একইভাবে জ্যাকেট, ট্রাউজারসহ  অন্যান্য গরম কাপড়ের দামও বেশি

 

এছাড়াও নগরীর ৫০টিরও বেশি ফুটপাতে গরমের কাপড় বিক্রি বেড়েছে নগরীর স্টেশনের ফুটপাতের ব্যবসায়ী আমজাদ মিয়া জানান, এক সপ্তাহ থেকে বেশ শীত পড়া শুরু হয়েছে যার কারনে গরমের কাপড়ের বিক্রি বাড়ছে