'মা পা ধরলেও মারা কমে নি" - ভুক্তভোগী

রমেক হাসপাতাল নিয়ে গোলটেবিল বৈঠকল নিয়ে গোলটেবিল বৈঠক

'মা পা ধরলেও মারা কমে নি

স্টাফ রিপোর্টার ♦ "প্রতিবাদী রংপুর " এর আয়োজনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও ভোগান্তি দূরীকরণের দাবিতে ২০ জুন ২০২১ বেলা ১১টায় স্থানীয় সুমি কমিউনিটি সেন্টারে গোল টেবিল বৈঠক  অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চিকিৎসক ও লেখক মফিজুল ইসলাম মান্টু।
বৈঠকে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের সাবেক অধ্যাপক শাহ আলম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ,  একাউন্টিং এন্ড ইনফরমেশ সিস্টেমস বিভাগের শিক্ষক উমর ফারুক,   সনাক রংপুরের সংগঠক মোশফেকা রাজ্জাক,  ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য নজরুল ইসলাম হক্কানি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার,    সাংবাদিক লিয়াকত আলী বাদল,  সাজ্জাদ হোসেন বাপ্পি,  সাব্বির আরিফ মোস্তফা পিয়াল,  জুয়েল আহমেদ,  তিস্তা বাঁচাও,  নদী বাঁচাও সংগ্রাম পরিষদ এর সাধারণ সম্পাদক সফিয়ার রহমান, রংপুর বিভাগ উন্নয়ন পরিষদের সদস্যসচিব রাকিবুল ইসলামপ্রমুখ।

সম্প্রতি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের জরুরি সেবা নিতে গিয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের  শিক্ষার্থী রিয়াজুল ইসলাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাশেদ করিম। সেখানে ভর্তিতে ৩০ টাকার বদলে ১০০ টাকা নিলে ওই দুই শিক্ষার্থী প্রতিবাদ করলে মায়ের সামনে ওই দুই শিক্ষার্থীকে নির্মমভাবে মেরেছে।
গোলটেবিল বৈঠকে মার খাওয়া শিক্ষার্থী বলেন - "আমার মা ওদের পা ধরলেও মারা বন্ধ করেনি। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের প্রয়োজনীয় সেবা দেয় নি। আমি এখনো কানে ভালো শুনতে পারি না। "
মফিজুল ইসলাম মান্টু বলেন - অনেক রকম অবনতি ঘটেছে মেডিকেলে।  রংপুরের স্বাস্থ্য খাতেরই সুরক্ষা জরুরি।
নজরুল ইসলাম হক্কানি বলেন- অরাজকতা দূর করতে  ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তুহিন ওয়াদুদ বলেন - সরকারের সদিচ্ছা থাকলে রমেক হাসপাতাল দালাল এবং দুর্বৃত্ত মুক্ত করা কঠিন নয়।

বৈঠকে রংপুরের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে "স্বাস্থ্য অধিকার সুরক্ষা পরিষদ,  রংপুর গঠনের প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
এতে আহ্বায়ক করা হয় সাংবাদিক সাব্বির আরিফ মোস্তফা পিয়ালকে আহ্বায়ক এবং রাকিবুল হাসান রাকিবকে সদস্য সচিব করা হয়। কমিটিতে সদস্য হলেন -
মফিজুল ইসলাম মান্টু অধ্যাপক শাহ আলম,  ড. তুহিন ওয়াদুদ, উমর ফারুক, মোশফেকা রাজ্জাক,  নজরুল ইসলাম হক্কানি, রফিক সরকার, লিয়াকত আলী বাদল,  সাজ্জাদ হোসেন বাপ্পি,  সাব্বির আরিফ মোস্তফা পিয়াল,  জুয়েল আহমেদ,  সফিয়ার রহমান।