রংপুরে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা  প্রদান

৫শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ প্রদান

রংপুরে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা  প্রদান

স্টাফ রিপোর্টার ♦ রংপুরের পীরগঞ্জ উপজেলায় সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।  বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার লালদীঘি বাজারের কৃষি সেবা কেন্দ্রের ভবনে ওই ক্যাম্পেইন পরিচালিত হয়। সরকার কর্তৃক প্রদত্ত বিধিনিষেধ বাস্তবায়নে ”ইন এইড সিভিল পাওযার” এর আওতায় রংপুর জেলার পীরগঞ্জ, পীরগাছা, মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায় ৬৬পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেড গ্রুপের অর্ন্তগত ২৫ বীর (সার্পোট ব্যাটালিয়ন) তাদের আভিযাত্রিক কার্যক্রম পরিচালনা করছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পীরগঞ্জে ক্যাম্পেইন করে সেনাবাহিনী। 
 মেডিসিন বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্ণেল সাইফুদ্দিন, শিশু রোগ বিশেষজ্ঞ ক্যাপ্টেন মোসাদ্দেকুল ইসলাম ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ক্যাপ্টেন মুশরাতা শাহরিন সরকার রোগী দেখেন। এ সময় বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ৫শতাধিক রোগীকে প্রেসক্রিপশন মোতাবেক বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। পীরগঞ্জ উপজেলার টহল ও আভিযানিক দলের প্রধান মেজর মানজুরুর রব হাদি জানান, করোনা ভাইরাসের সংক্রমনের ভয়াবহতা ও ঝুঁকির মাঝে সাধারণ জনগণ প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা থেকে যেন বঞ্চিত না হয় সে জন্য আমরা বিগত বছরের মতো একবারও ত্রাণ ও বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছি। নিম্ন আয়ের দুস্থ পরিবার গুলোর পাশে দাঁড়ানোই আমাদের এই উদ্যোগের প্রধান লক্ষ্য। সেনাবাহিনী আসন্ন দিনগুলোতেও এই ধারাবাহিকতা রক্ষা করবে। 
২৫ বীর (সার্পোট ব্যাটালিয়ন) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রাইহান আহমেদ জানান, রংপুর এরিয়া কমান্ডার ৬৬পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম কামরুল হাসান তত্বাবধানে সেনাবাহিনী পীরগঞ্জ, পীরগাছা, মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায় মানবিক ও জনস্বার্থমূলক কার্যক্রম পরিচালনা করছে।