করোনার প্রকোপ কমাতে শক্তিশালী আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী

করোনার প্রকোপ কমাতে শক্তিশালী আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ)  স্বাক্ষর এবং দুদেশের মধ্যে সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

নিউজডোর ডেস্ক ♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির প্রকোপ কমিয়ে আনতে আগামীতে শক্তিশালী আঞ্চলিক আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, এই মহামারিটি স্বাস্থ্য সংকট ছাড়িয়ে আর্থ-সামাজিক ব্যবস্থা জীবন-জীবিকার ওপর ক্রমবর্ধমান হুমকি হয়ে দাঁড়াচ্ছে

রোববার বাংলাদেশ-ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএস্বাক্ষর এবং দুদেশের মধ্যে সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন খবর ইউএনবির

এই অজানা শত্রুর প্রাদুর্ভাব মোকাবিলায় ভুটান এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিবেশীদের সঙ্গে বাংলাদেশ দারুণ সহযোগিতা করেছে

দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এদিন ভুটানের সঙ্গে পিটিএ স্বাক্ষর করা হলোচুক্তিটি স্বাক্ষরের পর থেকে বাংলাদেশ ভুটানের বাজারে ১০০ পণ্যে শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে অন্যদিকে, ভুটান বাংলাদেশে ৩৪ পণ্যে সুবিধা পাবে