রমেকে নমুনা পরীক্ষায় আরও ২১ আক্রান্ত ব্যক্তি শনাক্ত 

রমেকে নমুনা পরীক্ষায় আরও ২১ আক্রান্ত ব্যক্তি শনাক্ত 

এহসানুল হক সুমন ♦  রংপুর মেডিকেল কলেজে (রমেক) নমুনা পরীক্ষায় নতুন করে ২১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১৯ জন, পঞ্চগড় ও দিনাজপুরের ১ জন করে রয়েছে। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন আক্রান্তরা হলেন, পঞ্চগড়ের এক যুবক (২৭), রংপুর নগরীর এক বৃদ্ধ (৬০) ও দিনাজপুরের এক পুরুষ (৫২)। 

রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন, নগরীর লালকুঠির এক নারী , এক যুবক (২৫), লালকুঠি মোড়ের এক নারী (২৫), হাজীপাড়ার এক বৃদ্ধ (৬০), হরিসভার এক পুরুষ (৪৩), এক নারী (৪২), খলিফাপাড়ার এক পুরুষ (৪৫), জুম্মাপাড়ার এক যুবক (২১), অগ্রনী ব্যাংকের এক পুরুষ (৩৯), বাবুখাঁর এক পুরুষ (৫৩), রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সদস্য (৫০), মুন্সিপাড়ার এক পুরুষ (৫১), কামাল কাছনার এক নারী (১৮), পীরগাছার এক পুরুষ (৫৫), বদরগঞ্জ লোহানীপাড়ার এক পুুরুষ (৪০), মন্ডলপাড়ার এক পুরুষ (৫৫), এক নারী (৪১), বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী (৪৫)। 

রোববার ১৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৬৯৭ জন। সুস্থ্য হয়েছেন, ৩ হাজার ৪৯ জন ও মারা গেছেন, ৬১ জন।