রংপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা
স্টাফ রিপোর্টার ♦ রংপুরে জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা হয়েছে। শনিবার সকালে জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে এতে রংপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের অতিরিক্ত মহাপরিচালক সুফী জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের পরিচালক একেএম আজিজুল হক, পরিচালক নাহিদ নাজ, প্রোগ্রামার আব্দুস সালাম, গবেষণা কর্মকর্তা ফাইম সিদ্দিকী, সহকারী গ্রন্থাগারিক কাজী ওমর কৈয়াম, রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মামুন-অর-রশিদ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের উপ-পরিচালক সোহেল রানা।
কর্মশালায় জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের অতিরিক্ত মহাপরিচালক সুফী জাকির হোসেন বলেন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিকরা তথ্যপ্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হয়ে নিজেরাই সরকারী-বেসরকারী দপ্তরের সেবার বিষয়ে অবগত থাকবেন এবং নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারবেন। স্মার্ট ইকোনমির মাধ্যমে দেশ হবে ক্যাশলেস এবং দেশের প্রতিটি নাগরিকের অর্থনৈতিক স্বাক্ষরতা থাকবে। তারা আয়-ব্যয়, বিনিয়োগসহ সকল অর্থনৈতিক কাজ পরিকল্পিতভাবে করবেন। দেশের স্মার্ট সরকারের সকল সেবা হবে অনলাইন ভিত্তিক-তথ্যপ্রযুক্তি নির্ভর। এসবের মাধ্যমে স্মার্ট সমাজ গড়ে উঠবে। আগামী ২০৪১ সালের মধ্যে দেশ হবে স্মার্ট বাংলাদেশ। মানুষের মাথাপিছু আয় বাড়বে, অতিদারিদ্র মুক্ত দেশ হবে, গ্রামে শহরের সকল সুযোগ-সুবিধা পাওয়া যাবে এবং সকল সেবার সহজীকরণ করা হবে। তৃণমূল পর্যায়ে স্মার্ট বাংলাদেশের সুযোগ-সুবিধার বার্তা পৌঁছে দিতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানানো হয় কর্মশালায়।