রংপুরে যুবককে কুপিয়ে হত্যা: আসামী’র যাবজ্জীবন কারাদন্ড 

রংপুরে যুবককে কুপিয়ে হত্যা: আসামী’র যাবজ্জীবন কারাদন্ড 

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে এক যুবককে কুপিয়ে হত্যার মামলায় আসামী আব্দুর রহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার (২৩ আগস্ট) দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক কৃষ্ণ কান্ত রায় এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামী রহিম আদালতে উপস্থিত ছিল।   
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৯ ডিসেম্বর মুন্সিপাড়া এলাকায় নির্মাণাধীন বাড়িতে বসে জুয়া খেলার সময় টাকা নিয়ে আশেক আলীর ছেলে মনোয়ারুলের সাথে কফিল উদ্দিনের ছেলে রহিমের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে মনোয়ারুলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় রহিম। এ ঘটনার পরের দিন মনোয়ারুলের ভাই আনোয়ারুল বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় রহিমসহ আরও কয়েক জনের নামে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রহিমকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার দায় স্বীকার করে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচার আব্দুর রহিমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, এক লাখ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদন্ড দেয়।  
সরকার পক্ষের আইনজীবি নয়নুর রহমান টফি জানান, হত্যা মামলায় সন্দেহাতীত ভাবে আব্দুর রহিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচার এ রায় দেন। এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।   
আসামী পক্ষের আইনজীবি আব্দুর রশীদ চৌধুরী বলেন, আমার মক্কেল ন্যায় বিচার পায়নি। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো। ### ২৩-০৮-২৩ইং