রংপুর পর্ণোগ্রাফি মামলার ৪ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ♦ মাদক পরিবহন না করায় এক যুবককে মারধরসহ নগ্ন ভিডিও ধারণের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলায় চার আসামীকে গ্রেফতার করেছে রংপুর র্যাব- ১৩। এরা হলো, রংপুর নগরীর মেডিকেল পূর্বগেট এলাকার মৃত সবুর রহমানের ছেলে মিস্টার (৩৫), গঙ্গাচড়া জমচওড়ার নজির আলীর ছেলে রবিউল ইসলাম (৩০), লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার লতাবরের এনতাজ আলীর ছেেিল লিমন মিয়া (২৫) ও জমশের আলীর ছেলে মিলন মিয়া (৩৫)। বুধবার (২ আগস্ট) ঢাকার টিকাতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন, র্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ। তিনি জানান, আসামীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তারা মাদক পরিবহনের জন্য ভ‚ক্তভোগী যুবককে বললে তিনি অসম্মতি জানায়। এর জেরে ধরে মিলন মিয়া তার বসতবাড়ির শয়নকক্ষে ওই যুবককে ডেকে এনে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে জখম করাসহ উলঙ্গ হতে বাধ্য করে। পরে আসামীরা ওই যুবকের নগ্ন ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। এরপর মাদক কারবারে সহযোগিতা না করায় প্রাণনাশের হুমকি দেওয়াসহ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ভ‚ক্তভোগী ওই যুবক বাদী হয়ে লালমনিরহাট কালীগঞ্জ থানায় পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামীরা আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার র্যাব-১৩ এর আভিযানিক দল ঢাকার টিকাতলীতে অভিযান চালিয়ে চার আসামীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবের কাছে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।###