দিনাজপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

দিনাজপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান
দিনাজপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে দিনাজপুরের বীরগঞ্জের অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ডালিম সরকার।

মোঃ আরমান হোসেন ♦ দিনাজপুরের বীরগঞ্জের বলরামপুর গ্রামের এন জে ব্রিকস, কই কুড়িগ্রামের কেবিএম ব্রিকস কালিতলা নামক তিনটি অবৈধ ইটভাটাকে মোট লাখ ৩০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

আজ বুধবার (১০ মার্চ) দিনাজপুরের জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে দিনাজপুরের বীরগঞ্জের অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ডালিম সরকার

অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ডালিম সরকার বলেন, ইটভাটাগুলোতে ছাড়পত্র না থাকায় অন্যান্য ধারা লঙ্ঘনের জন্য ইট প্রস্তুত ভাটা স্থাপনে নিয়ন্ত্রণ আইনে জরিমানা ধার্য করা হয়েছে অবৈধ ইটভাটাগুলোর কোনো বৈধ কাগজপত্র নাই এছাড়াও আগামীতে ইটভাটাগুলো কে সরকারের নিয়ম-নীতি মেনে ইট প্রস্তুতের আহ্বান জানান তিনি

দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসি বলেন, ছাড়পত্র বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোট একটি চলমান প্রক্রিয়া, অভিযান অব্যাহত থাকবে সময় মোবাইল কোর্ট প্রসিকিউটর দায়িত্ব পালন করেন জুনিয়র কেমিস্ট মোঃ রফিকুল ইসলাম